ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ধর্মপাশায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, এক চেয়ারম্যান প্রার্থী বহিস্কার

ধর্মপাশা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জানুয়ারী ৪, ২০২২

ধর্মপাশায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, এক চেয়ারম্যান প্রার্থী বহিস্কার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে কটুক্তি করায় ও আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সুমন চন্দ্র সরকারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

৩ জানুয়ারি সোমবার উপজেলা সেচ্ছাসেবকলীগে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন ও সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশের যৌথ  স্বাক্ষরে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।  

এলজিডির হিলিপ প্রকল্পের তত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক গোপাল চন্দ্রের ছোট ভাই সুমন চন্দ্র সরকার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাসরিন সুলতানা দীপার বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করছেন। গত শনিবার রাতে সুমন তার নির্বাচনী এলাকার একটি গ্রামে পথসভায় পদ্মা সেতু নির্মাণে প্রধানমত্রীকে নিয়ে কটুক্তি করেন।

তিনি বলেন "কেউ কারো বাবার টাকা দিয়ে কোন কিছু তৈরি করে না আজকের পদ্মা সেতু প্রধানমন্ত্রী তার বাবার টাকায় তৈরি করে নি তিনি জনগণের টাকায় তৈরি করেছে"
সুমনের এমন বিরুপ বক্তব্য মঠোফুনে সবজায়গায় ছড়িয়ে পড়লে তা উপজেলা সেচ্ছাসেবকলীগের দায়িত্বশীল নেতাদের নজরে আসে তাই তারা কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশক্রমে তাকে সাময়িক বহিষ্কারেরর ব্যবস্তা গ্রহণ করেন। 

এ ব্যাপারে সুমন চন্দ্র সরকার বলেন, আমি উদাহরণ স্বরূপ বলেছি কোন কিছুই কোন ব্যক্তি করে না কোন এমপি মন্ত্রী করে না সেটা জনগনের টাকায় হয় সেটা পদ্মা সেতুই হোক আর যে সেতুই হোক। পদ্মা সেতু  প্রধানমন্ত্রী তার বাবার টাকায় তৈরি করে নি তিনি জনগণের টাকায় তৈরি করেছে। এটা যদি কেউ আমার বক্তব্যের সামনে ও পেছনের কথা কেউ না দিয়ে এই কথাগুলো কেটে কেউ দেয় একটা উপমা দিতে গিয়ে যদি কটুক্তি হয় তাহলে  আমার ভূল স্বীকার করতে হবে। 

এ ব্যাপারে উপজেলা সম্মেলন প্রস্তত কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ বলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ধর্মপাশা উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী (আনারস প্রতীক) সুমন চন্দ্র সরকার গত শনিবার দিবাগত রাতে এক নির্বাচনী পথসভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে অবাঞ্চিত বক্তব্য প্রদান করায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনােনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।