২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব আদায় বৃদ্ধি কল্পে পরমর্শ ও বিদ্যমান সমস্যা নিরণে দিনাজপুরের হিলি স্থল শুল্ক স্টেশনে গণশুনানি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড এর সম্মেলন কক্ষে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, হিলি স্থল শুল্ক স্টেশনের উপ-কমিশনার কামরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, হিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত, আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির। এছাড়াও রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খানসহ কামস্টাস কর্মকর্তা, কর্মচারিগণ উপস্থিত ছিলেন।