Can't found in the image content. মহেশপুরে ভাইকে হত্যার কথা স্বীকার করলো বড় ভাই | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

মহেশপুরে ভাইকে হত্যার কথা স্বীকার করলো বড় ভাই

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ২, ২০২২

মহেশপুরে ভাইকে হত্যার কথা স্বীকার করলো বড় ভাই
ঝিনাইদহের মহেশপুরে ইনামুল হক মন্ডল (৪১) নামের এক চা বিক্রেতাকে হত্যার কথা স্বীকার করেছে আপন ভাই আজানুর মন্ডল (৫০)। পুলিশের হাতে আটক নিহত ইনামুল হক মন্ডলের ভাই আজানুর মন্ডল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানান কোটচাঁদপুর সার্কেলের অতিক্তি পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম।

শনিবার সকাল সাড়ে ১০টায় মহেশপুর থানা চত্তরে কোটচাঁদপুর সার্কেলের অতিক্তি পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, নিজেদের জমিজমা নিয়ে বিরোধের কারণেই মেজো ভাই আজানুর মন্ডল ঘুমন্ত ছোট ভাই ইনামুল হক মন্ডলের মাথায় হাতুড়ি দিয়ে প্রথমে আঘাত করে। পরে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছু সময় ধস্তাধস্তি হয়। পরে ঘাতক মেজো ভাই ছোট ভাইকে শ্বাসরোধ করে হত্যা করে বলে স্বীকার করেছে।