Can't found in the image content. সিংড়ায় সুদি মহাজনদের বিরুদ্ধে নিঃস্ব এলাকাবাসীর মানববন্ধন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

সিংড়ায় সুদি মহাজনদের বিরুদ্ধে নিঃস্ব এলাকাবাসীর মানববন্ধন

রাজু আহমেদ, সিংড়া প্রতিনিধি | আপডেট: রবিবার, জানুয়ারী ২, ২০২২

সিংড়ায় সুদি মহাজনদের বিরুদ্ধে নিঃস্ব এলাকাবাসীর মানববন্ধন
নাটোরের সিংড়ায় দাদন মহাজনদের দাপটে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করে ভুক্তভোগী ও স্থানীয় জনসাধারণ। 

শনিবার সকাল ১১ টায় মানববন্ধনে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের দামকুড়ি গ্রামের হাজার হাজার মানুষ অংশ নেয়। এসময় তারা দাদন মহাজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সুলতান আহমেদ, দেদার হায়াত, শামিম হোসেন,  আকবর আলী, হাসিনা বেগম প্রমুখ।  

বক্তারা বলেন, স্থানীয় দাদন ব্যবসায়ীরা বিপদগ্রস্ত মানুষকে ধার দেনা দিয়ে উচ্চ মূল্যে সুদ বসিয়ে পথে বসায়। অনেকে আজ সর্বশান্ত। এদের কারনে পারিবারিক অশান্তি বাড়ছে। সামাজিক বিশৃংখলা সৃষ্টি হচ্ছে। মানুষের মাঝে সম্প্রীতি নষ্ট হচ্ছে।

উল্লেখঃ সুদি মহাজনদের বিরুদ্ধে কথা বলায় গত ২৭ ডিসেম্বর আবুল হোসেন, এবায়দুল, সৌরভ, সাইদ, জামাল, নাইম, রাজ্জাক, নয়ন,নাহিদ, হানিফ সহ ১৫/২০ জনের নেতৃত্বে হামলা করে। সাবেক ইউপি সদস্য সুলতান ও তাঁর সমর্থকদের উপর হামলা করে।  এসময় আঃ হাই, খায়রুজ্জামান, নুরুজ্জামান, হেলেনা, শামিম, আতিকুল, আঃ মজিদ আহত হয়।