Can't found in the image content. জামালপুরে জেলা কারাগারের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

জামালপুরে জেলা কারাগারের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ২, ২০২২

জামালপুরে জেলা কারাগারের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
জামালপুরে জেলা কারাগারের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে কারাগারের নির্মান কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন, পৌর মেয়র মেয়র ছানোয়ার হোসনে ছানু প্রমুখ উপস্থিত ছিলেন। পুরুষ ও মহিলা কয়েদিদের জন্য আলাদা ব্যবস্থাসহ আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত জেলা কারাগর পুনঃনির্মিত হবে। ১১৬ কোটি টাকা ব্যয়ে নির্মান প্রকল্পের কাজ শেষ হবে ২০২৩ সালের জুন মাসে। প্রকল্পটি বাস্তবায়ন করবে কারা ও গণপূর্ত অধিদপ্তর।