Can't found in the image content. ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরের রেল বন্ধ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরের রেল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, জানুয়ারী ২, ২০২২

ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরের রেল বন্ধ
গাজীপুরে নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি বিকল হয় বলে গাজীপুরের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক স্টেশন ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলপথ বন্ধ হওয়ায় গাজীপুরের মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা ট্রেনটি যাত্রাবিরতি করছে।

স্টেশন মাস্টার বলেন, তারা রেলওয়ের পশ্চিমাঞ্চল (পাকশি) বিভাগে খবর দিয়েছেন। বিকল ইঞ্জিন চালু হলে এই পথে রেল চলাচল স্বাভাবিক হবে। তবে মির্জাপুর স্টেশনে থেমে থাকা বনলতার ইঞ্জিন নিয়ে নীলসাগরকে উদ্ধারের প্রক্রিয়া নিয়েও তারা চিন্তা করছেন।