ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেমি ওপরে

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, আগস্ট ১৪, ২০২১

নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেমি ওপরে

উজানে টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে নীলফামারীতে বিপৎসীমা ছাড়িয়েছে তিস্তা নদীর পানি। শুক্রবার (১৩ আগস্ট) বিকেল ৩টা থেকে নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

 

পানি উন্নয়ন বোর্ড নীলফামারী ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, তিস্তা নদীর উজান ভারত অংশে টানা ভারি বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে বৃহস্পতিবার রাত থেকে নীলফামারীতে বাড়তে থাকে তিস্তা নদীর পানি। যা শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এরপর বিকাল ৩টায় পাঁচ সেন্টিমিটার কমে বর্তমানে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ৬০ মিটার।

 

পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশন কর্তৃপক্ষ জানায়, পানি বৃদ্ধির পাওয়ায় তিস্তা ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে। বর্তমানে নদীর পানি কমা অব্যাহত রয়েছে।

 

উল্লেখ্য, এর আগে গত ৯ ও ১৪ জুলাই দুই দফা তিস্তার পানি বিপদসীমা ছাড়ায়।