Can't found in the image content. শৈলকূপায় প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ |

EN

শৈলকূপায় প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ৩১, ২০২১

শৈলকূপায় প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ কর্মীর মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় প্রতিপক্ষের হামলায় আহত যুবলীগ কর্মী স্বপন হোসেন (৩৫) মারা গেছেন।

শুক্রবার ভোরের দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান তিনি। স্বপন উপজেলা যুবলীগের সদস্য ও কবিরপুর গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র আশরাফুল আজম ও  উপজেলা আওয়ামী লীগের সদস্য ওয়াহিদুজ্জামান ইকুর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে গত ১৭ ডিসেম্বর শৈলকূপা উপজেলা হাসপাতালের সামনে চায়ের দোকানে ইকুর সমর্থক স্বপন (৩৫) ও রাব্বি (৩০) নামের দুই যুবলীগ কর্মী বসেছিলেন। এ সময় ১০/১৫ জনের একটি দল রামদা, চাইনিজ কুড়াল নিয়ে তাদেরকে ধাওয়া করে। সেময় তারা দু’জনেই সন্ত্রাসীদের প্রতিহত করার চেষ্টা করে। প্রাণ ভয়ে তারা পালালেও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে তাদের দু’জনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক স্বপনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।। দীর্ঘ ১৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার তার মৃত্যু হয়। এ ঘটনায় ১৮ ডিসেম্বর ৩৩ জনের নাম উল্লেখ করে শৈলকূপা থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা হয়।

বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা  থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত হওয়ার সংবাদ শুনেছি। অপরাধী যেই হোক কাউকে কোনও ছাড় দেওয়া হবে না। তবে এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।