ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

মুন্সীগঞ্জে‌ সন্ত্রাসী হামলা’র বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২৮, ২০২১

মুন্সীগঞ্জে‌ সন্ত্রাসী হামলা’র বিচারের দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জের সিরাজদিখানে সন্ত্রাসী হামলার বিচার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পশ্চিম ব্রজেরহাটি গ্রামে সহস্রাধিক নারী-পুরুষ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় মানববন্ধনকারীরা ২৬ ডিসেম্বর নির্বাচনে জয়ী হওয়া মেম্বার মুরাদ গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তার ইউপি সদস্য পদ বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান। পরে সিরাজদিখান থানা পুলিশের আশ্বাসে মানববন্ধনকারীরা তাদের কর্মসূচি শেষ করেন।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরের দিন ২৭ ডিসেম্বর ভোর ৬টার দিকে সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামে নবনির্বাচিত মেম্বার মুরাদ গংরা তার প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী মো. সোহেল মৃধা ও তার কর্মীদের বাড়ীঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এসময় নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হয়।