Can't found in the image content. মদনে লান্সিং অন সি এস টি ইন্টারভ্যানশন ট্রেনিং অনুষ্টিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মদনে লান্সিং অন সি এস টি ইন্টারভ্যানশন ট্রেনিং অনুষ্টিত

আব্দুল আওয়াল (মদন) নেত্রকোনা | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২৮, ২০২১

মদনে লান্সিং অন সি এস টি ইন্টারভ্যানশন ট্রেনিং অনুষ্টিত
নেত্রকোনার মদনে লান্সিং অন সি এস টি ইন্টারভ্যানশন ট্রেনিং অনুষ্টিত হয়েছে।

আজ (২৭ ডিসেম্বর) সোমবার মদন উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের হল রুমে ইউ এস এ আই ডি'র অর্থায়নে কমিউনিটি হেলথ ওয়ার্কার (স্বাস্থ্য) ও পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে  এ ট্রেনিং অনুষ্টিত হয়। ট্রেনিং পরিচালনা করেন মদন উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মারজাহান রোজী।

এসময় উপস্থিত ছিলেন মদন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সিরাজুল হক ভূঁঞা, ডাঃ মোঃ ফিরোজ খান পাঠান ও প্রশিক্ষণার্থীগণ।

ট্রেনিং বাস্তবায়নে ছিল সেভ দ্যা চিলড্রেন ও সার্বিক সহযোগিতায় ছিল সিমান্ডীক।