পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ- ১৮ বছর পর চতুর্থ ধাপে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদ নিবার্চন। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পরে ভোট গ্রহন হওয়ায় এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কেন্দ্র গুলোতে রবিবার সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো ইউনিয়ন জুড়ে ছিল উৎসবের আমেজ। ভোট কেন্দ্রের আশপাশে খাবারের দোকান ও বিভিন্ন রকমারী পন্যর দোকান। তরুণ ভোটারদের অনেক আগ্রহ নিয়ে ভোট দিতে দেখা গেছে। পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের সংখ্যা কেন্দ্র গুলোতে ছিল লক্ষ্যনীয়। সীমানা জটিলতা, ওয়ার্ড বিভক্তি আর ভোটার তালিকা প্রনয়ন সহ কয়েকটি সমস্যার কারণে বন্ধ ছিল এই ইউনিয়ন নির্বাচন।
বলরামপুর ইউনিয়নের আরাজী মন্ডল হাট কেন্দ্রে প্রথম ভোট দিতে আসা তরুণ ভোটার মো. রবিউল আলম বলেন, দীর্ঘ ১৮ বছর পরে আমাদের ইউনিয়নে ভোট গ্রহন হচ্ছে। আমার জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করলাম। খুব ভাল লাগছে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে।
বলরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট দিতে আসা মৌসুমী আক্তার বলেন, ১৩ বছর আগে ভোটার হয়েছি কিন্তু এই প্রথমবারের মত ভোট দিতে পারলাম। ভোট সুষ্ঠভাবে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পরে ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত।
নিবার্চনে চেয়ারম্যান পদে ৪ জন , সাধারণ সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১২ হাজার ৮৯৬ টি ভোট রয়েছে।