ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, অক্টোবর ১৯, ২০২৪ |

EN

যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১

যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন নৌ প্রতিমন্ত্রী
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান নামে একটি যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ও সার্বিক অবস্থা জানতে ঝালকাঠির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দুপুরের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাবেন।

এর আগে এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রতিমন্ত্রী। এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। 

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২০০ জনেরও অধিক মানুষ আহত হয়েছেন।