Can't found in the image content. নদীর পাড়ে মরদেহ, তুলে নেওয়া হয়েছে দুই চোখ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

নদীর পাড়ে মরদেহ, তুলে নেওয়া হয়েছে দুই চোখ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১

নদীর পাড়ে মরদেহ, তুলে নেওয়া হয়েছে দুই চোখ
মানিকগঞ্জের সিঙ্গাইরে আব্দুল মান্নান (৫০) নামের এক ব্যক্তির চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিক উপজলার জামশা ইউনিয়নের কালিগঙ্গা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুল মান্নান ওই উপজেলার তালেবপুর গ্রামের কিফাজ উদ্দিন মোল্লার ছেলে। এলাকাবাসীর ধারণা, পূর্ব শক্রতার জের আব্দুল মান্নানকে রাতে হত্যা কর নদীর পাড় ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে সিঙ্গাইরসহ দেশেের বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির মামলা রয়েছে। গতকাল বুধবার বিকেল গরুর ঘাস কাটার জন্য আব্দুল মান্নান বাড়ি থেকে বড় হন। এরপর রাত আর সে বাড়িতে ফেরেনি। সকাল ৮টার দিকে স্থানীয় কালিগঙ্গা নদীর জামশা এলাকায় চোখ উপড়ানো অবস্থায় তার মরদেহ দেখে পুলিশ খবর দেয়। পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সফিকুল ইসলাম মোল্লা বলেন, খবর পেয়ে নিহত আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার কর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে। সে বাড়িতে থাকতো না। খুন হওয়ার আগর দিন বাড়িতে আসে। কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে বিষয়টি খতিয় দেখা হচ্ছে।