ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

রাঙ্গামাটিতে হিলস ই-কমার্স সোসাইটির সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১

রাঙ্গামাটিতে হিলস ই-কমার্স সোসাইটির সম্মেলন
জেলায় আজ  বৃহস্পতিবার  হিলস ই-কমার্স সোসাইটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে  সকাল ১১টায় হিলস  ই-কমার্স  সোসাইটির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

হিল ই-কমার্স সোসাইটি এডমিন মনিরা পারভিন মনি পাহাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের  সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শাওন ফরিদ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকারের  ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্ত বায়ন হয়েছে বলেই আজ সারাদেশে ক্ষুদে ব্যবসায়ীসহ অন্যান্য পেশার মানুষ ডিজিটাল পদ্ধতিতে ই কমার্সের  মাধ্যমে ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করছে। আজকে সমতল আর পাহাড়ের মাঝে ই কমার্সের মাধ্যমে উদ্যোক্তাদের মাঝে যে সেতুবন্ধন রচিত হয়েছে তা বর্তমান সরকারের বিরাট একটি সফলতা। 

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণসহ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়।

রাঙ্গামাটিতে অনুষ্ঠিত   হিলস সম্মেলনে সারাদেশ থেকে প্রায় শতাধিক উদ্যোক্তারা অংশ গ্রহণ করেন।