Can't found in the image content. সিংগাইরে ডাকাতি মামলার আসামী খুন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

সিংগাইরে ডাকাতি মামলার আসামী খুন

মানিকগঞ্জ প্রতিনিধি | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১

সিংগাইরে ডাকাতি মামলার আসামী খুন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের উত্তর জামসা গ্রামের ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল মান্নান(৬০) নামের এক ব্যক্তি খুন  হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলের দিকে খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার এসআই মাসুদ রানা শামীম।  নিহত মান্নান উপজেলার তালেবপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত কিফাজ উদ্দিনের ছেলে। 

নিহতের  স্ত্রী মনোয়ারা খাতুন (৫০) দাবি এলাকায় আমাদের সাথে কারো কোনো শত্রুতা ছিল না তবে গ্রেফতার এড়াতে সে গভীর রাত পর্যন্ত আশপাশে লুকিয়ে থাকতো। গত রাতে  ৮ টার দিকে আমার স্বামী একটি কাচি হাতে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে সে আর বাড়িতে না ফেরায় বৃহস্পতিবার ভোরে আশপাশের বাড়িগুলোতে খোঁজতে থাকি। তাকে না পেয়ে এক পর্যায়ে কালিগঙ্গা নদী পাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময়  ইউসুফ আলীর ঘাস ক্ষেতে আমার স্বামীর মৃত দেহ দেখতে পাই।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, এ খুনের ঘটনায়  থানায় মামলার প্রস্তুতি চলছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।