Can't found in the image content. ঝিটকায় চুন আর চিনি মিশিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ঝিটকায় চুন আর চিনি মিশিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!

মানিকগঞ্জ প্রতিনিধি | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ২৪, ২০২১

ঝিটকায় চুন আর চিনি মিশিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড়!
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় এক মণ রসের সাথে এক মণ চিনি ও চুন দিয়ে দুই মণ খেজুরের ভেজাল গুড় তৈরি করছে মৌসুমি ব্যবসায়ীরা । গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ।

বুধবার ( ২৩ ডিসেম্বর ) দুপুরের দিকে ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানার বিষয়টি ভোক্তা অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচারক আসাদুজ্জামান রুমেল নিশ্চিত করেছেন ।

তিনি  বলেন , মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকার ঐতিহ্যবাহী হাজারী গুড়ের সুনাম রয়েছে দেশ জুড়া কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা চিনি আর চুন মিশিয়ে ভেজাল গুড় তৈরি করছে । উপজেলার  ঝিটকা, মজমপাড়া, হাপানিয়া ও গোপিনাথপুর এলাকায় ভেজাল বিরোধি অভিযান পরিচালনা করা হয় । ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেন্টু মিয়াকে ৮০০০ টাকা , রমজান মিয়াকে ৪০০০ টাকা ও মজনু মিয়াকে ৬০০০ টাকা করা হয় এবং পুনরায় এই প্রক্রিয়ায় গুড় তৈরি না করতে সতর্ক করা হয় । ভোক্তা অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা ।