গাজীপুরের কালিয়াকৈরে ডাকাত সন্দেহে রাতভর একটি ইউনিয়ন পরিষদের কক্ষে আটকে রাখা দুই যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদ থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুই যুবক হলেন, রাঙামাটি জেলার ভাঙামরা গ্রামের সুরুজ্জামানের ছেলে শাহজালাল (১৮) ও ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার লিয়াকত আলীর ছেলে সজিব মিয়া (২১)। তারা চৌরাস্তা বাইপাস এলাকায় বসবাস করেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তারা কালিয়াকৈর ঘুরতে আসে। সারাদিন ঘুরে রাতে বাড়ি ফেরার জন্য কালিয়াকৈর বাজার থেকে মাওনা যাবার জন্য একটি অটোরিকশা ভাড়া নিয়ে উপজেলার মেদীয়াশুলাই এলাকায় পৌঁছলে ভাড়া নিয়ে বাকবিতর্ক হয়। এর জের ধরে অটোরিকশা চালক ডাকাত বলে স্থানীয় লোকজন নিয়ে তাদের আটক করেন।
পরে রাতভর তাদের ইউনিয়ন পরিষদের কক্ষে আটকে রাখা হয়। সকালে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মোর্শেদ হোসাইন মোল্লা বলেন, খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করি। পরে তদের তথ্য যাচাই বাছাই করে জানতে পেরেছি তারা কেউ ডাকাত নয়। পরে তাদের পরিবারের লোকজনের মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।