Can't found in the image content. এবার পুরান ঢাকায় ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

এবার পুরান ঢাকায় ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১

এবার পুরান ঢাকায় ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
রাজধানীর পুরান ঢাকার ওয়ারিতে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম স্বপন কুমার সরকার (৬২)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। থাকতেন ঢাকার গেন্ডারিয়ায়।

ওয়ারী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. উজ্জ্বল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে রাজধানীর সুপার মার্কেটের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হন। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে। 

নিহতের লাশ থানায় রয়েছে। সুরতহাল রিপোর্টের পর লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।