Can't found in the image content. হুবহু শ্রীদেবীর মতো দেখতে কে এই দীপালি? | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

হুবহু শ্রীদেবীর মতো দেখতে কে এই দীপালি?

বিনোদন ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১

হুবহু শ্রীদেবীর মতো দেখতে কে এই দীপালি?
আশির দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা শ্রীদেবী। শুধু অভিনয় দক্ষতার জন্য তিনি সুপরিচিত নন, তার সৌন্দর্যও সর্বজনবিদিত। প্রয়াত এই অভিনয় শিল্পীকে ভারতের প্রথম নারী সুপারস্টার বলা হয়।
 
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবরে জানা যায়, অন্তর্জালবাসী শ্রীদেবীর মতো দেখতে এক নারীকে খুঁজে পেয়েছেন। তার নাম দীপালি চৌধুরী।

দীপালির চেহারা যে অনেকটা শ্রীদেবীর মতো শুধু তা-ই নয়। তিনি এমন সব ভিডিও বানান, যেখানে প্রয়াত এই অভিনেত্রীর সংলাপ ব্যবহার করেন। দীপালির ছবি ও ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর।