Can't found in the image content. শিবচরে শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের লটারির মাধ্যমে ভর্তি শুরু | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শিবচরে শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের লটারির মাধ্যমে ভর্তি শুরু

মাদারীপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৩, ২০২১

শিবচরে শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের লটারির মাধ্যমে ভর্তি শুরু
মাদারীপুর শিবচরে শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা  উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেনির ভর্তি কার্যক্রমের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয় পরে দুপুরের দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোহাম্মদ মাকসুদুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন  উপজেলার একাডেমিক সুপারভাইজার আসাদুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।

বিদ্যালয়ের অফিস সুত্রে জানা যায়, ২০২২ শিক্ষা বর্ষের জন্য এ বছর ২৮১ টি ভর্তি আবেদন ফরম বিক্রি হয়। এবার লটারির মাধ্যমে তিনটি শাখায় ২২০ জনকে ভর্তির জন্য লটারির মাধ্যমে বাছাই করা হবে।

নুশরাত নামের এক শিক্ষার্থী বলেন, আমার স্বপ্ন ছিল এই স্কুলে পড়াশুনার করার। আজ আমি লটারির মাধ্যমে উত্তীর্ণ হয়েছি। আমার খুব আনন্দ লাগছে আমি এই প্রতিষ্ঠানে পড়তে পারব।

সুমাইয়া নামের এক শিক্ষার্থীর বাবা লুৎফর রহমান বলেন, আজকে বিদ্যালয়ে লটারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে । এতে আমরা সকল অবিভাবক বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিদ্যালয়র প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী আজ আমাদের বিদ্যালয়ে লটারীর মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারের উপস্থিতি ও অভিভাবকদের সম্মুখে এই কার্যক্রম শুরু হয়। আমরা শতভাগ নিরপেক্ষতার সহিত এই কার্যক্রম শুরু করেছি। আশাকরি শতভাগ নিরপেক্ষতার মধ্যই আমরা এ কাজ শেষ করবো।