বাচ্চাকাচ্চা ও শিশু-কিশোরদের সঙ্গে দুষ্টুমি মেতেছেন ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নায়িকা নিজেই তার ফেসবুকে আনন্দ-উল্লাসের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা গিয়েছে শীতের সকালে কাদামাখি মাখি করে বাচ্চাদের সাথে আনন্দে মেতেছেন। তবে ব্যক্তিগতভাবে এই কাদামাখানো নয়। একটি চলচ্চিত্রের গানের শুটিংয়ের জন্য মফস্বলে গিয়েছিল দল। সেখানেই এই কাদামাখার দৃশ্য ধারণ করা হয়। শুটিংয়ের এক ফাঁকেই শিশু-কিশোরদের সঙ্গে ছবি তোলেন অপু বিশ্বাস।
গানের কথাগুলো এমন- 'সালোয়ার-কামিজ পরে না ম্যাডাম, শার্ট-গেঞ্জি-প্যান্ট পইরাছে, ম্যাডাম আমার ডিসকো সাইজাছে।' ছবির নাম প্রেম-প্রীতির বন্ধন। এটি পরিচালনা করছেন সুলাইমান আলি লেবু। ছবিটিতে নায়ক জয় চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী।
অপু-জয় ছাড়া প্রেম-প্রীতির বন্ধনে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।
অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘প্রিয় কমলা’ ছবিতে, বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী। একই জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘ছায়াবৃক্ষ’ নামের অনুদানের সিনেমায় অপুর নায়ক হয়েছেন নিরব হোসাইন।