Can't found in the image content. আজমতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক নিহত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

আজমতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ডিসেম্বর ২২, ২০২১

আজমতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহীম আলী (২৫) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ইব্রাহীম আলী জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর ঢুলিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

স্থানীয়দের দাবি নিহত ব্যক্তি মাদক চোরাচালান করতে গিয়ে বিএসএফ’র গুলিতে মারা গেছেন। 

স্থানীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঃ তোজাম্মেল হক জানান, শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী স্থানে বুধবার মধ্যরাত আড়াইটায় দিকে এই ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। 

এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা জানান, এ ঘটনাটি শুনেছি। তবে লাশটি কোন দেশের সেটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করে পরে বিস্তারিত জানা যাবে।