ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রত্যয় নিয়ে গাংনীতে চালু হতে যাচ্ছে মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল

মেহেরপুর প্রতিনিধি | আপডেট: বুধবার, ডিসেম্বর ২২, ২০২১

আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রত্যয় নিয়ে গাংনীতে চালু হতে যাচ্ছে মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া গ্রামে সম্পুর্ন আধুনিক ভাবে গড়ে তোলা হচ্ছে মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। 

গ্রামের শিক্ষা ব্যাবস্থা আধুনিক না হওয়ার কারনে গ্রামের অনেক মেধাবী ছাত্র ঝরে যাচ্ছে, গ্রামের ছেলেরা বিভিন্ন কারনে শহরে পড়াশোনা করার সুযোগ না পাওয়ার ফলে আধুনিক শিক্ষা ব্যাবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রামের লেখাপড়ার মান উন্নত করতে প্রতিষ্ঠানটিতে স্মার্ট, দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আধুনিক শিক্ষা ব্যাবস্থায় যে সকল সরঞ্জাম প্রয়োজন সবকিছু রাখা হয়েছে যেন গ্রামের ছাত্ররা আধুনিক শিক্ষা ব্যাবস্থার অন্তর্ভুক্ত হতে পারে।

মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যাবসায়ী মাসুদ রেজা জানান, আমি দীর্ঘদিন ধরে ব্যাবসার সুবাদে ঢাকায় থাকি, মাঝে মাঝে গ্রামে যায় কিন্তু গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের মান খুব খারাপ। শিক্ষা প্রতিষ্ঠান গুলো বানিজ্যে রুপ নিয়েছে গ্রামের অধিকাংশ মানুষ কৃষক, চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে ফলে প্রতি মাসে বেশি টাকা খরচ করে নিজেদের ছেলে মেয়েদের শহরে পড়াশোনা করাতে পারেনা, ফলে গ্রামের ছেলেরা মেধাবী হওয়া সত্তেও ভালো জায়গায় যেতে পারেনা। তিনি আরো বলেন, আমি চাই আমার গ্রামের ছেলে মেয়েরা সুশিক্ষিত হয়ে ভালো কিছু করুক।

মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের একজন অভিভাবক সদস্য জানান, এই প্রত্যন্ত গ্রামে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান হওয়াতে আমরা খুশি। আমাদের গ্রামে অনেক গুলো শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও এগুলোর মান খুব খারাপের দিকে যাচ্ছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে লেখাপড়া করার নুন্যতম পরিবেশ নাই তাই এই স্কুলটি পেয়ে আমরা খুশি। তবে প্রতি শ্রেণীর জন্য মাত্র ২৫ টি সিট করার ফলে অনেকেই এখানে পড়ার সুযোগ পাবেনা। 

মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক নুরুল হুদা জানান, এই স্কুলটিতে আধুনিক শিক্ষা প্রদানের জন্য সকল ব্যাবস্থা রাখা হয়েছে। আমি বিশ্বাস করি এই স্কুলটি গ্রামের মেধাবী ছাত্রছাত্রীদের মেধা বিকাশে দারুণ ভুমিকা পালন করবে। অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মেধাবী ও তরুন,আধুনিক শিক্ষা ব্যাবস্থা সমাজে ছড়িয়ে দিতে কাজ করতে চাই তরুন এই শিক্ষকরা। উল্লেখ মজিবর রহমান স্মৃতি প্রি-ক্যাডেট স্কুলটি আপাতত প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শুরু করা হচ্ছে অদুর ভবিষৎ স্কুলটি দশম শ্রেণি পর্যন্ত উন্নতি করা হবে। আগামী ৩ জানুয়ারি ২০২২ তারিখে স্কুলটির শুভ উদ্বোধন করা হবে।