Can't found in the image content. কাফরুল থানার সামনে বাসে অগ্নিকাণ্ড | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

কাফরুল থানার সামনে বাসে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ডিসেম্বর ২২, ২০২১

কাফরুল থানার সামনে বাসে অগ্নিকাণ্ড
রাজধানীর কাফরুল থানার সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল ৩টায় পরিত্যক্ত ওই বাসে আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়রা জানান, বিএনপির জ্বালাও-পোড়াও আন্দোলনের সময় এই বাসটি পোড়ানো হয়েছিল। ওই সময় থেকেই বাসটি কাফরুল থানার সামনে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। আজ (মঙ্গলবার) বাসটিতে আবার আগুন লাগার ঘটনা ঘটল। তবে কে বা কারা আগুন লাগিয়েছে- তা কেউ বলতে পারেনি।

কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, বাসটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এটা বিএনপির আন্দোলনের সময় পোড়ানো হয়েছিল। বাসটি একটি মামলার আলামত। বাসটির ভেতরে ফোমের সিট ছিল। হয়ত কেউ সেখানে বসে সিগারেট খেয়েছে আর সেখান থেকেই আগুন লেগেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে।