ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় তিন চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের পৃষ্ঠপোষকতার জন্য আরও তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।
দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দেওয়া পত্রাদেশে উল্লেখ করা হয়, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের বহিস্কারের জন্য সুপারিশ করা হয়েছে।
এতে বহিষ্কৃতরা হলেন— রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পৌর আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল্লাহ আল আমিন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক ভূঞা, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহ সৈয়দ আশরাফুল আলম ও বিদ্রোহী প্রার্থীদের পৃষ্ঠপোষকতা করায় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান নয়ন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সাহাব উদ্দিন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম।