Can't found in the image content. বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন: বরিশালে আ. লীগের ৭ নেতা বহিষ্কার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন: বরিশালে আ. লীগের ৭ নেতা বহিষ্কার

আল মামুন, বরিশাল প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন: বরিশালে আ. লীগের ৭ নেতা বহিষ্কার
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি, দুর্গাপাশা ও চরামদ্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করার অভিযোগে সাত আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার রাতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বহিষ্কৃতরা হলেন— মো. কামাল হোসেন তালুকদার, মো. মাজাহারুল ইসলাম (মনির মুন্সি), মো. সোহরাব হোসেন মৃধা, মো. সাহাব উদ্দিন খোকন, এসএম সিরাজুল ইসলাম (সালাম সিকদার) ও মো. আ. ছালাম আকন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।

এ ছাড়া হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় উপজেলা আওয়ামী লীগের  ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জামাল উদ্দিন ঢালীকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।