ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

কারামুক্ত হলেন ঘোড়ায় চড়ে বিক্ষোভ করা সেই হেফাজতকর্মী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

কারামুক্ত হলেন ঘোড়ায় চড়ে বিক্ষোভ করা সেই হেফাজতকর্মী
হেফাজতের হরতালে ঘোড়ায় চড়ে মিছিলে অংশ নেওয়া আলোচিত সৈকত হোসেন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গ্রেফতারের পর আট মাস ১৬ দিন কারাবন্দি ছিলেন সৈকত।

সোমবার সন্ধ্যার দিকে নরসিংদীর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। স্থানীয় হেফাজত নেতারা ফুল দিয়ে ও মিষ্টি মুখ করিয়ে তাকে বরণ করে নেন। সৈকত নরসিংদীর পলাশ উপজেলার ঢালুয়ারচর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

গত ২৮ মার্চ নরসিংদীর জেলখানা মোড়ে হেফাজতের ডাকা হরতালে ঘোড়া নিয়ে মিছিলে যোগ দেন সৈকত। তার এই ছবি দেশজুড়ে ভাইরাল হয়। পরবর্তীতে নাশকতা ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে গত ৩ এপ্রিল র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল এবং র‍্যাব-১১ এর অভিযানিক দল পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম এলাকা থেকে তাকে গ্রেফতার করে।