Can't found in the image content. মেহেরপুর-শোলমারী জিসি সড়ক পুনঃবাসন কাজ উদ্বোধনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

মেহেরপুর-শোলমারী জিসি সড়ক পুনঃবাসন কাজ উদ্বোধনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

মেহেরপুর-শোলমারী জিসি সড়ক পুনঃবাসন কাজ উদ্বোধনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মেহেরপুরের শোলমারী জিসি সড়ক পুনঃবাসন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ রবিবার (১৯ ডিসেম্বর), বিকেলের দিকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি এ কাজের উদ্বোধন করেন।

মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-শোলমারী জিসি সড়ক পুনঃবাসন কাজে (১.৫০ কিঃমিঃ) ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৬ লক্ষ  ৮৩ হাজার ১৯৭ টাকা।

আমফান প্রজেক্টের অর্থে কাজটি সম্পন্নের দায়িত্বে রয়েছেন স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মেহেরপুর। জনপ্রশাসন প্রতিমন্ত্রী নাম ফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির উদ্বোধন ঘোষণা করেন।

এসময় মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মেহেরপুরের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেসুর রহমান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী মাস্টার, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, নবনির্বাচিত ইউপি সদস্য রাজন আলীসহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।