ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

মেহেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

মেহেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
মেহেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ ডিসেম্বর), দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।

মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্ম মন্ত্রনালয়ের সহযোগিতায় সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি ও মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম।

স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবির, মুজিবনগর উপজেলা ইমাম সমিতির সভাপতি শাহজাহান কবির, মাওলানা ফারুক হোসেন, শাশ্বত নিপ্পন চক্রবর্তী, কাজল দত্ত, রিচার্ড মার্টিনসহ সাংবাদিকবৃন্দ।