Can't found in the image content. প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেছে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে গেছে
মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। দেশে আজ বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, স্বাস্থ্য সকল বিষয়ে উন্নয়নের রোল পৌঁছেছে। একমাত্র বাংলাদেশ দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের পাঠ্য পুস্তক সবার হাতে তুলে দেয়া হয়। পৃথিবীতে আর কোন দেশ এভাবে পারেনি।

পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও মুক্তিযোদ্ধা ও সুধী জনের সাথে মতবিনিময় সভায় এ সব কথা বলেন মন্ত্রী। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম।