ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বিজয় দিবস উপলক্ষে বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত

জাবেদুর রহমান জাবেদ, তেতুলিয়া প্রতিনিধি | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ১৭, ২০২১

বিজয় দিবস উপলক্ষে বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিজিবি বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের বাংলাবান্ধা ফুলবাড়ী সীমান্তের জিরো লাইনে এই যৌথ রিট্রিট সিরিমনি প্যারেডের আয়োজন করে পঞ্চগড় ১৮ বিজিবি ও ভারতীয় ১৭৬ বিএসএফ। 

এসময় দিবসটি স্বরনীয় করে রাখতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী প্যারেড প্রদর্শনসহ দুই দেশের জাতীয় পতাকাকে সালাম জানিয়ে সম্মান জানানো হয়। এসময় উভয় দেশের নাগরিকরা প্যারেডটি উপভোগ করেন।

বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল এসএম আজাদ, পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক গোলাম ফজলে রাব্বি ও ভারতের নর্থ বেঙ্গল ফন্টিয়ার বিএসএফএর আইজি রাভী গান্ধী, শিলিগুড়ি সেক্টরের বিএসএফের ডিআইজি শ্রী পরশু রাম, কিষাণগঞ্জ সেক্টরের ডিআইজি এমআর মজুমদার কমানড্যান্ট, ১৭৬ ব্যাটালিয়ন বিএসএফ এর এসএস সিরোহীসহ বিজিবি— বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজিবি ও বিএসএফের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

প্যারেড শেষে সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান গণমাধ্যমকর্মীদের বলেন, বাংলাদেশ ও ভারতের মাঝে আমাদের যে সম্পর্ক সেটি একটি অভিন্ন। সে হিসেবে আমরা সীমান্তে পাশাপাশি বসবাস করি আমরা সবাই এক সংস্কৃতির মানুষ। 

এদিকে ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফএর আইজি রাভি  গান্ধী,বলেন, বাংলাদেশের বিজয়ে আমরা শ্রদ্ধাঞ্জলী জানাচ্ছি। আমাদের যে নতুন প্রজন্ম আছে তাদের স্মরণ করে দিতে চাই তাদের পূর্ব পুরুষের কীর্তিগাথা।