Can't found in the image content. ‘মুরুব্বি মুরুব্বি’ বলায় কিশোরীকে ঝলসে দেওয়ার ঘটনায় একজন গ্রেপ্তার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

‘মুরুব্বি মুরুব্বি’ বলায় কিশোরীকে ঝলসে দেওয়ার ঘটনায় একজন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ২৩, ২০২৪

‘মুরুব্বি মুরুব্বি’ বলায় কিশোরীকে ঝলসে দেওয়ার ঘটনায় একজন গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারায় মাথায় গরম পানি ঢেলে এক কিশোরীকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ওয়াইজার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানাজানি হয়। আহত কিশোরীর নাম পপি আকতার। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে অন্য শিশু-কিশোরের সঙ্গে পপি নানা বাড়ির উঠানে খেলছিল। এ সময় এয়ার মোহাম্মদ নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে শিশুরা মুরুব্বি মুরুব্বি বলে দুষ্টুমি করে। এয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হন। কিছুক্ষণ পর তাঁর ছোট ভাইয়ের স্ত্রী সায়েরা খাতুন গরম পানি ঢেলে পপির মাথা ঝলসে দেন। আহত পপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন, কিশোরীকে ঝলসে দেওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এরইমধ্যে অভিযুক্ত সায়েরা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।