ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

‘আবেদ ভাইকে অনেক খুঁজেছি, বের হয়েই আমার সঙ্গে যোগাযোগ করবেন’

বিনোদন ডেস্ক | আপডেট: শুক্রবার, জুলাই ১২, ২০২৪

‘আবেদ ভাইকে অনেক খুঁজেছি, বের হয়েই আমার সঙ্গে যোগাযোগ করবেন’
বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্নফাঁস করে আসছে সম্প্রতি এমন সংবাদ প্রকাশের পর গ্রেফতার করা হয় পিএসসির কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে।  তাদের মধ্যে আছেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর নাম। তাকে নিয়ে কথা বলছেন সব শ্রেণির মানুষ। চিত্রনায়ক বাপ্পি চৌধুরীও আছেন এ তালিকায়। 

এই গাড়িচালককে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন তিনি।  বাপ্পি লিখেছেন, ‘আমি অংকে ফেল করেছিলাম, ওই সময় আবেদ আলী ভাইকে অনেক খুঁজেছিলাম, কোথায় ছিলেন তখন? যাইহোক, ভাগ্যের পরিহাস মেনে নিলাম। তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেল করব না। আপনি বের হয়েই আমার সঙ্গে যোগাযোগ করবেন।’

যোগাযোগের জন্য বাপ্পি তার সোশ্যাল মিডিয়ার কয়েকটি লিংকও দিয়েছেন।  বোঝাই যাচ্ছে মজার ছলেই এমন পোস্ট দিয়েছেন বাপ্পি।

এর আগে অভিনেতা শামিম হাসান সরকার লিখেছিলেন, ‘ভালোই লাগল আপনার ইমান দেখে। বাসে, কারে, প্লেনে, ঘরে, বাইরে, মাঠে, ময়দানে, সমুদ্র, সৈকতে আপনি সিজদাহরত। আর আপনার ছেলের দায়িত্ব ছবিগুলো ফেসবুকে আপলোড দেওয়া, সুন্দর সুন্দর নীতিবাক্যসহ।’

তিনি আরও লিখেছেন, ‘সকাল থেকে রাত, আপনার ছবি দেখেই কুপোকাত। রাতে হয়তো খোয়াব দেখতে হবে আপনার সঙ্গে করছি বাত। দেখা হলে একটাই জিজ্ঞাসা ছিল আপনার কাছে, দেশের তো মারা সারা। কবরে টাকা নিতে পেরেছে কারা?’