Can't found in the image content. ৩ জেলার ৪৫ কোটি টাকার বেড়িবাঁধ ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

৩ জেলার ৪৫ কোটি টাকার বেড়িবাঁধ ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪

৩ জেলার ৪৫ কোটি টাকার বেড়িবাঁধ ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ৪৫ কোটি টাকার বেড়িবাঁধ ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত এসব বাধ ও সড়কে জোড়াতালির কাজ চলছে।

ঈদের পর মূল কাজ শুরু করবে পানি উন্নয়ন বোর্ড আর সড়ক বিভাগ কাজ শুরু করতে চায় ডিসেম্বরে। কয়রায় উঁচু, টেকসই ও মজবুত বেড়িবাধ নির্মাণ করতে দুই হাজার দুইশ কোটি টাকার প্রকল্প নিয়ে আসছে পানি উন্নয়ন বোর্ড।

খুলনার কয়রায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হবে না এমন উঁচু ও মজবুত বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও সড়ক নির্মাণ কাজ আপাতত শুরু করতে না পারায় সেখানকার মানুষের দুর্ভোগ দীর্ঘমেয়াদি হচ্ছে।

ভেঙে যাওয়া বেড়িবাধ ও সড়ক নির্মাণ নিয়ে আশার কথা জানালো পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগ। এদিকে বেড়িবাঁধ ও সড়কের চলমান কাজের মান নিয়ে ক্ষুব্ধ স্থানীয় সংসদ সদস্য।