Can't found in the image content. শিলাস্তির গ্রামের বাড়িতে গিয়ে যা দেখা গেল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

শিলাস্তির গ্রামের বাড়িতে গিয়ে যা দেখা গেল

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, মে ২৬, ২০২৪

শিলাস্তির গ্রামের বাড়িতে গিয়ে যা দেখা গেল
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার শিলাস্তি রহমানের সঠিক তদন্ত সাপেক্ষে শাস্তি চেয়েছেন তার চাচাতো দাদা (বাবার চাচা) বীর মুক্তিযোদ্ধা সেলিম মিয়া।

শনিবার শিলাস্তি রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধবুরিয়া ইউনিয়নের পাইসানা গিয়ে দেখা যায় পুরো বাড়ি ফাঁকা।

সেখানে শিলাস্তিরদের পাশাপাশি দুটি বাড়ি রয়েছে। একটি টিনের ও অপরটি দোতলা বিল্ডিং। টিনের ঘরের ঠিক পাশেই নির্মাণ করা হয়েছে দোতলা একটি বাড়ি। তবে সেই বাড়ির ভেতরে নেই কোন আসবাবপত্র।

শিলাস্তির দাদারা ছিল ৬ ভাই। শিলাস্তির দাদাসহ বাকি ২ ভাই স্বাধীনতার পর ঢাকায় চলে আসেন।

শিলাস্তির দাদা (দাদার ভাই) বীরমুক্তিযোদ্ধা সেলিম মিয়া বলেন, শিলাস্তি তার বড় ভাইয়ের মেয়ে। তারা দুই বোন। এর মধ্যে শিলাস্তি বড়। তার বাবা আরিফুর রহমান পাট ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে।

তিনি বলেন, ছোট বেলা থেকেই তারা  ঢাকার উত্তরায় বসবাস করে। মাঝে মধ্যে গ্রামের বাড়িতে আসলেও দুই একদিন পর আবার চলে যেত।

তিনি বলেন, ছোট বেলা থেকেই শিলাস্তির চলাফেরা উচ্ছৃঙ্খল। বাড়ির বাইরে দিনের পর দিন সময় কাটানোর কারণে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ।

তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে আমার চাচাতো নাতনি শিলাস্তি জড়িত থাকলে সঠিক তদন্ত সাপেক্ষে শাস্তির দাবি জানাচ্ছি।