ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

নবাবগঞ্জে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন

মোঃ ফরিদুল ইসলাম রাজু, নবাবগঞ্জ প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, মে ১৪, ২০২৪

নবাবগঞ্জে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি ভাবে চলতি মৌসুমের ইরি বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১২টায় উপজেলা ইরি বোরো ধান, চাল ও গম সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলার ভাদুরিয়া খাদ্যগুদামে ফিতা কেটে বোরো সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান। 

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ-শেফা, ভাদুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, দাউদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাছরীন প্রমুখ উপস্থিত ছিলেন।   

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বলেন- এবারে উপজেলায় দুটি খাদ্য গুদামের মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে ৩ হাজার ৮৭ মেট্রিক টন সিদ্ধ চাল। ৪৪ টাকা দরে ৭৯ মেট্রিক টন আতব চাল, ৩২ টাকা কেজি দরে ১৮ শ ৫০ মেট্রিক টন ধান, ৩৪ টাকা কেজি দরে ৩৭ মেট্রিক টন গম কেনার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান কেনার ক্ষেত্রে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে।