ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ |

EN

জানাজা শেষে নানার কবরে দাফন পাইলট জাওয়াদকে

মানিকগঞ্জ প্রতিনিধি | আপডেট: শুক্রবার, মে ১০, ২০২৪

জানাজা শেষে নানার কবরে দাফন পাইলট জাওয়াদকে
মানিকগঞ্জে এসে পৌঁছেছে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের লাশ। পরে তার লাশ ফ্রিজিং গাড়িতে রাখা হয়। এ সময় জাওয়াদের স্ত্রী, দুই সন্তান, বাবা মা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

জুমার নামাজের পর দুপুর ২টায় মানিকগঞ্জ শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার ওই স্টেডিয়ামে এসে অবতরণ করে।  

বাদ জুমা জানাজা শেষে মানিকগঞ্জ সেওতা কবরস্থানে তার লাশ দাফন করা হয়।  

পাইলটের মামা সাংবাদিক সুরুয খান জানান, আসিম জাওয়াদ খুবই মেধাবী ছাত্র ছিল। পরিবারের একমাত্র সন্তান। মৃত্যুর খবরে আমার বোন নিলুফা পাগলপ্রায়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) পাইলট জাওয়াদ চিকিৎসাধীন মারা যান। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর ইয়াক-১৩০ নামক একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। পরে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে প্রশিক্ষণ যুদ্ধবিমানটি।