দিনাজপুরের ফুলবাড়ীতে একটি বাড়ীর মুল দরজা ও বেলকুনির গ্রীলের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংর্ঘটিত হয়েছে। এ সময় ওই বাড়ী থেকে আড়াই ভরি স্বর্ণ,নগদ ৪৭ হাজার টাকা,কোরবানির জন্য কেনা দুটি খাসি এবং বিভিন্ন মালামাল নিয়ে গেছে চোরেরা।
বুধবার দিবাগত রাতে পৌর এলাকার চকচকা গ্রামের মৃত মহির উদ্দিন এর ছেলে আলহাজ¦ রইদুল ইসলাম এর বাড়ীতে এ দৃর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
বাড়ীর মালিক আলহাজ¦ রইদুল ইসলাম জানায়,প্রতিদিনেরমত বুধবার রাতে তারা বাড়ীর সকলে ঘুমিয়ে পড়েন। পরেরদিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে জেগে দেখেন বাড়ীর মুল দরজা এবং বেকুনির গ্রীল খোলা, সেগুলোর তালা ভাঙ্গা। সবকিছু এলো মেলো হয়ে পড়ে আছে,আলমারি খোলা। খুজে দেখি চোরেরা আড়াই ভরি স্বর্ণ,নগদ ৪৭ হাজার টাকা,কোরবানির জন্য কেনা দুটি খাসি এবং বিভিন্ন মালামাল নিয়ে গেছে। পরে ছেলে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ এসে ঘটনা তদন্ত করেন।
তিনি বলেন,প্রতিদিন ফজরে নামাজ পড়তে উঠি, কিন্তু সন্ধা থেকেই বাড়ীর সকলের এতো ঘুম পাচ্ছিল যে ঘুম থেকে জাগতেই পারিনি। সকালে কনোরকমে উঠে দেখি এ অবস্থা। দুবৃত্তরা কি যে করেছে চোখ থেকে ঘুম সরছেনা।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন,সবাইকে সচেতন থাকতে হবে এবং এলাকায় অপরিচিত সন্দেহভাজন লোক দেখলেই দ্রুত পুলিশকে জানাতে হবে। আমরা জনপ্রতিনিধিদের সাথে কথা বলবো,শিঘ্রই প্রতিটি পাড়া মহল্লায় একটি করে কমিটি করে পাহারার ব্যবস্থা করা হবে।