ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

আমতলীর ১০ হাজার কৃষক পেল বীনামূল্যে সার ও বীজ!

মাইনুল ইসলাম রাজু, আমতলী প্রতিনিধি। | আপডেট: বুধবার, মে ৮, ২০২৪

আমতলীর ১০ হাজার কৃষক পেল বীনামূল্যে সার ও বীজ!
বরগুনার আমতলী উপজেলার ১০ হাজার কৃষকের মাঝে আউশ মৌসুমের প্রনোদনার ৫০ হাজার কেজি বীজ ও ২ লক্ষ কেজি সার ও ২টি হারভেস্টার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায়  উপজলা পরিষদর মিলনায়তনে সার, বীজ ও হারভেস্টার বিতরণ উপলক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক মুহাম্মদ রফিকুল আলম। সভায় বিশষ অতিথির বক্তব্য রাখন কৃষি সম্প্রসারন বরগুনার উপ-পরিচালক ডঃ আবু সাইদ মোঃ জোবায়দুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইছা, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, সাংবাদিক মোঃ জাকির হোসেন, কৃষক মোঃ রাসেল ও ফরিদা বেগম প্রমুখ। 

সভায় অন্যান্যর মধ্য উপস্থিত ছিলন, সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা, সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ ও আবু সাঈদ খোকন।

সভাশেষে কৃষকদের হাতে বীনামূল্যে সার, বীজ ও হারভেষ্টার মেশিনের চাবি তুল দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এর আগে প্রধান অতিথি উপজেলার মানিকঝুড়ি গ্রাম সমলয় পদ্ধতিতে রোপন করা বোরো ধান কর্তন উদ্বাধন করেন।