গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দু'টি ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।
শুক্রবার (৩ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা হয়।
জয়দেবপুর স্টেশন মাস্টার জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে দু'টি বগি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় লাইনচ্যুত হয়েছে পাঁচটি বগি।
দুর্ঘটনার পরপরই উদ্ধার শুরু করে রেল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। দুর্ঘটনার পর থেকে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।