Can't found in the image content. আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু! | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪ |

EN

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু!

মাইনুল ইসলাম রাজু, আমতলী প্রতিনিধি। | আপডেট: সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু!
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মাওলানা মোঃ ইব্রাহিম প্যাদা (২৫) নামে এক ইমামের মৃত্য হয়েছে। 

সে একই গ্রামের মাওলানা মোঃ নজরুল ইসলাম প্যাদার ছেলে। 

জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের মাওলানা মোঃ নজরুল ইসলাম প্যাদার ছেলে মাওলানা মোঃ ইব্রাহিম (২৮) সোমবার সকাল ১১টার দিকে খাল থেকে ঘরের ট্যাঙ্কিতে পানি উঠানোর জন্য মটারের সাথে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতা বসতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরেন। স্বজনরা দেখতে পেয়ে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। ওই সময় আমতলী হাসপাতালের জরুরী ভিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

নিহত মাওলানা মোঃ ইব্রাহিম চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের ইব্রাহিম খলিফা বাড়ির জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।