বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে ও সিনেমায় অভিনয় করতে একাধিকবার ঢাকায় এসেছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। শাকিব খানের সঙ্গে ‘স্বত্বা সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এবার তাকে দেখা যাবে ‘নীল জোছনা’ নামে নতুন একটি সিনেমায়। এটি পরিচালনা করছেন ফাখরুল আরেফীন খান।
এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পাওলি। সরকারি অনুদানের এ সিনেমাটি নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি-বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে।
নির্মাতা জানিয়েছেন, পাওলির বিপরীতে দেশের একজন অভিনয়শিল্পীকে তিনি নির্বাচিত করবেন।
আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় প্রসঙ্গে কলকাতা থেকে মোবাইল ফোনে পাওলি বলেন, ‘গত বছর নির্মাতা ফাখরুল আরেফিন খান আমার সঙ্গে এ সিনেমা নিয়ে যোগাযোগ করেন। প্রথমে তার কাছ থেকে গল্প শুনেছি। যেহেতু তখনো মোশতাক আহমেদের সেই বইটি আমার পড়া ছিল না, এরপর যখন বইটি পড়লাম, তখন দারুণ লাগল। বলা যায় এ সিনেমার সঙ্গে সেদিন থেকেই জড়িয়ে আছি। যার আনুষ্ঠানিকতা হয়েছে সম্প্রতি।’
নির্মাতা বলেন, ‘আমাদের গল্পের অন্যতম নারী চরিত্র লায়লা, যা পাওলি দামের সঙ্গে অনেক বেশি যায়। যার কারণে আমরা তাকে এ চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত করি। এরপর পাওলির সঙ্গে যোগাযোগ হয়, তাকে চিত্রনাট্য পাঠানো হলে তিনিও আমাদের সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। আশা করছি, আমরা পাওলিকে নিয়ে কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারব।’
আগামী মাসের শেষ দিকে এ সিনেমার শুটিং শুরু হবে। একটানা চলবে জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।