Can't found in the image content. গরমের স্বস্তি সুস্বাদু টেস্টি ঠাণ্ডাই | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ |

EN

গরমের স্বস্তি সুস্বাদু টেস্টি ঠাণ্ডাই

লাইফস্টাইল ডেস্ক | আপডেট: মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

গরমের স্বস্তি সুস্বাদু টেস্টি ঠাণ্ডাই
গরমে তৃষ্ণা মেটানোর জন্য কীভাবে তৈরি করবেন সুস্বাদু টেস্টি ঠাণ্ডাই। এতে যেসব উপকরণ লাগবে—


উপকরণ

এক কাপ টক দই

দুই টেবিল চামচ চিনি

আধা চা চামচ জিরার গুঁড়ো

১/৪ চা চামচ বিটলবণ

১/৪ চা চামচ গোলমরিচের গুঁড়ো

দুই চা চামচ পুদিনা পাতা

দুই চা চামচ লেবুর রস

আধা কাপ পানি

প্রস্তুত প্রণালি

একটি ব্লেন্ডারে টকদই, চিনি, জিরার গুঁড়া, বিটলবণ, গোলমরিচের গুঁড়ো, পুদিনা পাতা, লেবুর রস ও পানি দিয়ে ব্লেন্ড করে সাজিয়ে পরিবেশন করুন টেস্টি ঠাণ্ডাই।