Can't found in the image content. বাবার কবরের পাশে শায়িত শিল্পী হাসান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ |

EN

বাবার কবরের পাশে শায়িত শিল্পী হাসান

উপজেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাবার কবরের পাশে শায়িত শিল্পী হাসান
সুনামগঞ্জের ছাতক উপজেলায় সড়ক দুর্ঘটনায় ফোকগানের জনপ্রিয় শিল্পী পাগল হাসানকে (মতিউর রহমান হাসান) তার বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

হাসানের জানাজায় নারী-পুরুষসহ নানা শ্রেণির লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কালারুকা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

তার জানাজায় উপস্থিত ছিলেন সিলেটের সিটি মেয়র আক্তারুজ্জামান চৌধুরী, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না প্রমুখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে ছাতক শহরের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন মতিউর রহমান হাসান। তিনি শিমুলতলা-মুক্তিরগাঁও গ্রামের মৃত দিলশাদ মিয়ার ছেলে।