খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
বুধবার ১৭ এপ্রিল সকালের দিকে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে
দিবসটি উপলক্ষে "ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হকের সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রির্সোচ ইন্সট্রাক্টার মো: আসগর হোসেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশ্রাফুল আলম সিরাজি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মদ, পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম সহ বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।