ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, মে ১৯, ২০২৪ |

EN

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জনের মনোনয়ন পত্র দাখিল

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি | আপডেট: সোমবার, এপ্রিল ১৫, ২০২৪

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ১১ জনের মনোনয়ন পত্র দাখিল
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে ১১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন তারা। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, তাইন্দং ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, তবলছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার রইস উদ্দিন। 

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, নাগরিক পরিষদের মাটিরাঙ্গা পৌরসভার সভাপতি মো. জালাল আহম্মেদ এবং অনিরঞ্জন ত্রিপুরা,

এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম,  মোছা. আমেনা বেগম, এবং  মনোয়ারা বেগম। 

মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ হাসান জানান, আগামী ৮ই মে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুুতি নেয়া হচ্ছে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা  ৯০হাজার ৩শত ৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৬হাজার ১শত২০জন।  মহিলা ভোটারের সংখ্যা  ৪৪হাজার ২শত ৬২জন