দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে উপজেলার ৫ জন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত শিক্ষার্থী এবং ২০২৩ সালে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৫৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার সন্ধায় পৌর শহরের উপশহর মাঠে আয়োজিত বৈশাখী মেলার মঞ্চে কৃতি শিক্ষার্থীদের এই সন্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করে সংবর্ধনা প্রদান করেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।
জানা যায়, উপজেলার ৫ জন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং ২০২৩ সালে এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬জন,বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনিস্টিটিউিট এর ৩ জন এবং সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৪৪জনসহ মোট ৫৩জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু,পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,২নং পৌর প্যানেল মেয়র হারান দত্ত,পৌর কাউন্সিলর মাজেদুর রহমান,আব্দুল মজিদ,মমতাজুর রহমান পারভেজ প্রমুখ।
পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, শিক্ষার্থীদের অনুপ্রানিত এবং উৎসাহিত করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজকের তরুন তরুনিরাই আগামীর ভবিষ্যৎ। তারা যাতে উৎসাহিত হয়ে আগামীতে আরও ভালো কিছু করে দেশ ও জাতির কল্যানে কাজ করতে পারে।