গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে যুক্ত হওয়ার আশায় এবার কিশোরগঞ্জের হাওড়ের মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত ১৪ কিলোমিটার দৃষ্টিনন্দন অলওয়েদার সড়কপথ বৈশাখী আলপনায় সাজানো হয়েছে। ৬৫০ জন শিল্পী এ আলপনা আঁকার কাজ ১ বৈশাখ শেষ করেন।
রোববার কিশোরগঞ্জের হাওড় উপজেলা মিঠামইনের জিরো পয়েন্টে সড়কপথে পৃথিবীর দীর্ঘতম বৈশাখী আলপনা চিত্রকর্ম আঁকার সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, এবার আঞ্চলিক ও জাতীয় গণ্ডি অতিক্রম করে আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নেবে হাওড় সড়কপথের এ বৈশাখী আলপনার শৈল্পিক কর্ম।
এর আগে শুক্রবার বিকালে হাওড় উপজেলা মিঠামইনে ‘অলওয়েদার’ সড়কপথের জিরো পয়েন্টে বৈশাখী চিত্রকর্ম আলপনা আঁকা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে এ আলপনা আঁকা হয়।
এশিয়াটিক এক্সপেরিয়েনশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘আলপনায় বৈশাখ ১৪৩১’।
দৃষ্টিনন্দন আলপনায় বৈশাখ উদযাপনের এমন শৈল্পিকতা ও মুগ্ধতা ছড়িয়ে দিতে ঢাকাসহ দেশের মোট তিনটি এলাকায় এমন আলপনা আঁকার উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার মিঠামইন হাওড়ের সড়কপথ থেকে শুরু করা আলপনা আঁকার কাজ রোববার শেষ হয়।
সূত্রমতে, শনিবার একই সঙ্গে রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউ এবং খুলনার শিববাড়ী মোড়ে এমন আলপনা আঁকা হয়।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চিত্রশিল্পী মনিরুজ্জামান, বার্জার পেইন্ট লিমিটেডের পরিচালক মহসিন হাবিব চৌধুরী, বাংলালিংক লিমিটেডের চিফ হিউম্যান রিসোর্স কর্মকর্তা মঞ্জুলা মোর্শেদ, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিআইজি মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, মিঠামইনের ইউএনও মো. এরশাদ মিয়া প্রমুখ।