Can't found in the image content. ‘লঞ্চের রশি ছিঁড়ে নিহতের ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

‘লঞ্চের রশি ছিঁড়ে নিহতের ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে’

স্টাফ রিপোর্টার | আপডেট: বৃহস্পতিবার, এপ্রিল ১১, ২০২৪

‘লঞ্চের রশি ছিঁড়ে নিহতের ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে’
রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় অপর লঞ্চের রশি ছিঁড়ে যাত্রী নিহতের ঘটনায় শোক প্রকাশ করে নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। 

এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন তিনি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। 

প্রতিমন্ত্রী জানান, দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার দুপুরে এমভি তাশরিফ-৪ লঞ্চ ঘাটে বাঁধা ছিল। ফারহান-৬ সেটিকে ধাক্কা দিলে তাশরিফের রশি ছিঁড়ে রশির আঘাতে পন্টুনে থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন, রবিউল (১৯), রিপন হাওলাদার (৩৮), মাইশা (৩), মুক্তা (২৩) ও বেলাল (২৫)।