দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধশত অসহায় বয়স্ক ও প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করা হয়েছে। ফুলবাড়ীর স্বনামধন্য প্রতিষ্ঠান গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত'র অর্থায়নে এসব কাপর বিতরণ করা হয়।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাঁটাবাড়ী, কানাহার, মধ্যগৌরীপাড়া, পশ্চিম গৌরীপাড়া, দক্ষিণ বাসুদেবপুর, ডাঙা সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রকৃত অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
ঈদের নতুন কাপড় হাতে পেয়ে বয়স্ক ও প্রতিবন্ধীরা খুশি আত্মহারা হয়ে উঠেন ।
গুপ্তা প্লাইউড এন্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান রাজু কুমার গুপ্ত বলেন, গুপ্তা প্লাইউড প্রতিবছর অসহায় প্রতিবন্ধী ও অক্ষম মানুষের পাশে স্বতঃস্ফুর্ত ভাবে দাঁড়ায়। তাদের দোআ ও ভালোবাসায় গুপ্তা প্লাইউড সুনামধন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এধরনের মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।